শিলিগুড়ি, ৩১ আগস্ট : শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ড ইটালিয়ান মাঠ সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম শিবু দাস (৩২)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন বছর ধরে এক মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন শিবু। শুক্রবার গভীর রাতে হঠাৎই নিজের ঘরে শিবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায়।
ঘটনার পর রবিবার শিবুর পরিবারের সদস্যরা ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগর রোদ বাদল ক্লাব সংলগ্ন সেই মহিলার বাড়িতে বিক্ষোভ দেখান। এমনকি আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগও দায়ের করেন তাঁরা। পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে আগেই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
শিবুর পরিবার দাবি করেছে, যাকে প্রেমিকা হিসেবে সবাই চিনত, তিনি আসলে বিবাহিত এবং তার স্বামী-সন্তান রয়েছে। কর্মসূত্রে স্বামী বাইরে থাকলেও, শিবুকে তিনি নিজের অবিবাহিত পরিচয় দিয়েছিলেন। এমনকি একদিন শিবুর বাড়িতে আসার সময় তাকে সিঁদুর-শাখা পরা অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। তখন প্রশ্ন করা হলে, তিনি দাবি করেন শিবুর সঙ্গেই মন্দিরে বিয়ে করেছেন।
শিবুর পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে মোবাইল থেকে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ও শেষ কথোপকথনের প্রমাণ মিলেছে। তাঁদের আশঙ্কা, যুবকের আত্মহত্যার নেপথ্যে ওই মহিলার ভূমিকা রয়েছে। তাই দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
এদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।