শিলিগুড়ি : পূর্বনির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া নামাশূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন কেন্দ্রীয় সভার ডাকা মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বিশাল সংখ্যায় মানুষ অংশ নেন এই কর্মসূচিতে।
এদিন মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রঞ্জিত সরকারসহ জেলা নেতৃত্বরা। শান্তিপূর্ণভাবে গোটা পথ অতিক্রম করে এয়ারভিউ মোড়ে এসে কর্মসূচি শেষ হয়। মিছিল চলাকালীন বড় কোনো বিশৃঙ্খলা বা বিপত্তি ঘটেনি বলে জানা গেছে। প্রশাসনের তরফেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল, যার ফলে যান চলাচল নিয়ন্ত্রিতভাবেই চালু রাখা সম্ভব হয়েছে।
নামাশূদ্র ও উদ্বাস্তু সেলের দাবি, সাধারণ মানুষের স্বার্থে এবং সংগঠনের দীর্ঘদিনের সমস্যা তুলে ধরতেই এই শান্তিপূর্ণ পথসভার আয়োজন করা হয়। সংগঠনের বক্তব্য, প্রশাসনের সহযোগিতায় কোনো রকম বাধা ছাড়াই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
সমাবেশ শেষে নেতৃত্বরা জানান, ভবিষ্যতেও আইনি ও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতেই তারা মাঠে নামবেন।