শিলিগুড়ি, ২৭ আগস্ট: শিলিগুড়ির শ্রী সিদ্ধি ভিনায়ক পূজা কমিটির গণেশ পুজোর শুভ উদ্বোধন হলো আজ। এ বছর তাদের এই পুজোর প্রথম বর্ষ। এবারের বিশেষ থিম “অপারেশন সিন্ধুর”।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী নগেন্দ্রনাথ রায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিগাড়া-নক্সালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মণ, অরুন মন্ডল, নান্টু পাল, রাজু সাহা সহ আরও অনেকে।
পুজো কমিটির সভাপতি ডাঃ শচীন প্রসাদ জানান, চার দিন ব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চার দিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামী ৩১ আগস্ট এই পূজার মূর্তি বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।