শিলিগুড়ি, ৩ অক্টোবর: নবমীর রাতে বাচ্চাদের তুবড়ি বাজি ফাটানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে। কালিসাহা মোড় সংলগ্ন পূর্ব চয়ণপাড়া এলাকায় এক পরিবারের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে পাশের পাড়ার দুই ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ, সামান্য ঘটনাকে কেন্দ্র করে ওই দুই ব্যক্তি কোমরের বেল্ট খুলে পরিবারের পুরুষ ও মহিলা সদস্যদের উপর হামলা চালায়। ভুক্তভোগী পরিবারের দাবি, সেদিন রাতে এক নাবালক মামাকে নিয়ে রাস্তায় তুবড়ি বাজি ফাটাচ্ছিল। সেই সময় অভিযুক্তরা প্রথমে নাবালককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে মামার উপর চড়াও হয় তারা এবং বেধড়ক মারধর করে। পরিস্থিতি সামাল দিতে পরিবারের মহিলা সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও ছেড়ে কথা বলেনি হামলাকারীরা।
ফলে নাবালক থেকে শুরু করে পরিবারের মহিলারাও শারীরিকভাবে হেনস্তার শিকার হন বলে অভিযোগ। ঘটনার জেরে গোটা পরিবার আহত হয়।
পরে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার। ইতিমধ্যেই প্রকাশ্যে আসা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অভিযুক্তদের বেপরোয়া দাপট ও পরিবারের উপর হামলার দৃশ্য। সিসিটিভি ও অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পরিবারের অভিযোগ, দুর্গাপুজোর মতো উৎসবের সময় এমন ঘটনা শুধু তাঁদের জন্য নয়, গোটা শহরের ভাবমূর্তির উপর কলঙ্ক ডেকে এনেছে। তাঁদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে কড়া শাস্তি দেওয়া হোক।