শিলিগুড়ি ,১৪ সেপ্টেম্বর :শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকায় দিনে দুপুরে যুবতীর গলার হার ছিনতাই এর ঘটনায় দুই যুব্বকে গ্রেফতার করলো আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃত সেই দুই অভিযুক্তের নাম গৌরব সাহ,সহদেব রায় । দুজনেই এনজেপি সংলগ্ন এলাকার বাসিন্দা। ধৃত দের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া সোনার অলংকার এবং ব্যবহৃত বাইকটি কে বাজেয়াপ্ত করা হয়েছে ।
উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর বেসরকারি স্কুলের শিক্ষিকা দুই সহকর্মীর সঙ্গে স্কুল থেকে ফেরার পথে শান্তিনগর বউবাজার এলাকায় বাইকে চেপে আসা দুই দুষ্কৃতী আচমকাই তাঁর গলার হার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
যুবতীর চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে এলেও ততক্ষণে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে। এরপর সেই যুবতি আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল সেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে আশিঘর ফাঁড়ির পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া সোনার অলংকার এবং ব্যবহৃত সেই বাইক টি বাজেয়াপ্তে করে পুলিশে । ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।