শিলিগুড়ি : শিলিগুড়ির সঙ্গশ্রী ক্লাব ১৯৬৬ সালে পথ চলা শুরু হয় তাহলে এ বছর তাদের ৬৯ তম অবশ্যই পদর্পণ করে তাদের দুর্গাপূজা, সঙ্গশ্রী ক্লাব প্রতিবছরই শিলিগুড়ির দর্শনার্থীদের মন জয় করে থাকে তাদের থিমে, এ বছর তাদের তেমনি চিন্তাভাবনা রয়েছে শহর শিলিগুড়ির বাসীর মন জয় করার তাদের টিম রয়েছে ” দিগন্তের সুর “, এ বছর তাদের থিমে দিগন্ত সুরে মূলত তারা ফুটিয়ে তুলতে চাইছেন বাউলের জীবনী, ক্লাব উদ্যোক্তাদের বক্তব্য যে বর্তমান যুগে বিভিন্ন ব্যান্ড ও অরকেস্টার এর মাঝে হারিয়ে যাচ্ছে বাউল গান, এবং একজন বাউল সংগীত কতটা কষ্টে তো জীবন যাপন করছে সেই সমস্তটাই এ বছর তারা এই দিগন্ত সুরে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে চলেছেন এবং তারা জানে যে পুজোর চার দিনব্যাপী এই বাউলের গানের সুরেই পুজো মন্ডপে চারিদিক গুনগুন করবে।।