শিলিগুড়ি : সোমবার শিলিগুড়ি ডুয়ার্স হিউমান কেয়ার সোসাইটি ও বিধান মার্কেট ব্যবসায়ী মঞ্চের যৌথ উদ্যোগে এ বছর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা মেলা প্রাঙ্গণ মাঠে বিগ পজেট এর গণেশ পুজোর আয়োজন করা হয়েছে, যে হুজুর আজ শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির মহানগরী গৌতম দেব, উপস্থিত ছিলেন যে দুটি মেয়র রঞ্জন সরকার মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, মানিক দে, শংকর মালাকার, ও doors হিউমান কেয়ার সোসাইটির বাবলু তালুকদার ও বিধান মার্কেট ব্যবসায় মঞ্চের সদস্য সুব্রত সাহা সহ অন্যঅন্যরা। প্রদীপ প্রচলন করে ফ্রিতে কেটে মন্ডপে শুভ উদ্বোধন করার পর মেয়র গৌতম জানালেন যে বিগত আট বছর ধরে এই পুজো রাস্তার উপরে করা হতো অনেক প্রচেষ্টার পর মেলা মাঠ আয়োজন করে দেওয়া সম্ভব হয়েছে এই সিদ্ধিদাতার আগমনের জন্য অপরদিকে পুজো উদ্যোক্তা বাবলু তালুকদার ধন্যবাদ জানালেন শিলিগুড়ি মহানগরীক গৌতম দেব কে এই সিদ্ধান্ত তার আগমন মেলা মাঠে একটি বিগ বাজেটের প্রথম মন্ডপ তৈরি করার সম্ভব হয়েছে বলে জানালেন তিনি।।