শিলিগুড়ি, ২৪ সেপ্টেম্বরঃ জিএসটি সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আরও পরিষ্কার ধারণা দিতে এবং সচেতনতা বাড়াতে বুধবার শিলিগুড়ি গেট বাজার এলাকায় পৌঁছলেন জলপাইগুড়ির সাংসদ ডঃ জয়ন্ত রায়।
এই কর্মসূচিতে তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং জিএসটি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উপস্থিত ব্যবসায়ীদের তিনি আশ্বস্ত করেন যে, সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে কর ব্যবস্থা সহজ করা ও স্বচ্ছতা আনা। একইসঙ্গে তিনি জানান, সঠিকভাবে জিএসটি মেনে চললে ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদে লাভই হবে।
সাংসদ ডঃ রায় সাধারণ ক্রেতাদেরও আহ্বান জানান কেনাকাটার সময় জিএসটি বিল গ্রহণ করার জন্য। তিনি বলেন, “স্বচ্ছ লেনদেনের মাধ্যমে অর্থনীতির ভিত আরও মজবুত হবে, আর তাতেই দেশের উন্নতি সম্ভব।”
কর্মসূচিতে বাজারের বহু ব্যবসায়ী ও স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা সাংসদের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পেয়ে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন। সাংসদ তাঁদের সমস্যা ও প্রস্তাবগুলি সরকারকে জানাবেন বলে আশ্বাস দেন।