শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা ৭ নম্বর মন্ডল কমিটির উদ্যোগে পালন করা হলো সেবা পক্ষ কর্মসূচি।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিনকে কেন্দ্র করে গত ১৭ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে একাধিক জনসেবামূলক কার্যক্রম, যা চলবে আগামী ২রা অক্টোবর পর্যন্ত।
আজ সকালে মালাগুড়ির হনুমান মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় নম যুব রান কর্মসূচি।
সেবা পক্ষ কর্মসূচিতে এদিন সাফাই কর্মী ও সমাজের নানান শ্রমজীবী মহিলাদের পা ধুয়ে তাদের হাতে পদ্মফুল ও নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, এই কর্মসূচির মাধ্যমে শুধু প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো নয়, সমাজের মূল স্তম্ভ হিসেবে যারা নীরবে দিন-রাত কাজ করে চলেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশই মূল উদ্দেশ্য।
বিজেপির দাবি, এমন উদ্যোগ সমাজে সম্মান, শ্রদ্ধা ও একাত্মতার বার্তা ছড়িয়ে দেবে।