এ বছর তাদের থিম রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। ক্লাবের কর্মকর্তাগণ জানালেন যে প্রতিবছরই তাদের মণ্ডপ সজ্জা শিলিগুড়িবাসীর মন জয় করে থাকে ঠিক তেমনি এ বছরও পরিকল্পনা রয়েছে তাদের মণ্ডপ ও প্রতিমা শিলিগুড়িবাসীর মন জয় করবে।
তাদের এই থিম পরিকল্পনা করার বিশেষ উদ্দেশ্য হলো বৃন্দাবন হল কৃষ্ণের জায়গা যেখানে শান্তি থাকে এবার সেই শান্তির জায়গায় শক্তিকে যুক্ত করা হচ্ছে মানে সেই বৃন্দাবনের মন্দিরের সাথে থাকছে মা দুর্গা, তাদের মণ্ডপে থাকছে দেবী দুর্গার দু ধরনের রূপ একটি রূপ হল মায়ের ভয়ংকরী রূপ এবং আরেকটি রূপ থাকবে মায়ের শৈশবকালের, থিমের মূল উদ্দেশ্য হলো শান্তি এবং শক্তির মেলবন্ধন, পুজোর কয়েক দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান।
তার পাশাপাশি প্রতিদিনই থাকছে ভোগ বিতরণ এবং যে সমস্ত দর্শনার্থীরা মায়ের ভোগ নিতে মন্ডপ প্রাঙ্গণে আসতে পারবেন না তাদের জন্য বিশেষ একটি আয়োজন করা হয়েছে সেটা হল swiggie থেকে এক টাকা দিয়ে তারা ঘরে বসেই মায়ের ভোগ পেয়ে যাবেন, তাদের এবারের পুজোর বাজেট রয়েছে ৫২ লক্ষ টাকা এবং পুরোপুরি পরিবেশ বান্ধব নিয়েই হচ্ছে তাদের এবারের মন্ডপসজ্জা।