শিলিগুড়ি,২৫ আগস্ট: রবিবার সন্ধ্যায় শিলিগুড়ি সংলগ্ন বাঁশবাড়ী রামনগর মজদুর বস্তিতে এক যুবকের হামলার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় কেউ বাইরে আড্ডা দিচ্ছিলেন, আবার কেউ টোটো চালিয়ে সবে ঘরে ফিরেছিলেন। ঠিক তখনই মদ্যপ অবস্থায় এলাকায় ঢুকে পড়েন স্থানীয় যুবক এমডি নওশাদ। অভিযোগ, তিনি বস্তির কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান এবং মহিলা ও শিশুদের মারধর করেন।
তবে পাল্টা অভিযোগ করেছেন নওশাদ নিজেই। তাঁর দাবি, স্ত্রী আজমেরী বেগম এক বছর আগে এলাকার ইন্দর সাহানিকে এক লক্ষ টাকা লোন দিয়েছিলেন। শনিবার রাতে সেই টাকা ফেরত চাইতে গেলে ইন্দরের পরিবারের লোকজন ও আরও কয়েকজন মিলে লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এমনকি, মা–কে বাঁচাতে গেলে তাঁর ছেলেকেও মারধর করা হয়। নওশাদের অভিযোগ, যে বাড়ির সঙ্গে ঝামেলা, সেখানে নাকি নিয়মিত মাদক বিক্রি ও জুয়ার আসর বসে। এগুলো বন্ধ করার কথা বলায় তাঁদের পরিবারকে নিশানা বানানো হচ্ছে।
অন্যদিকে এলাকার বাসিন্দা মনি সাহানী, সুন্দেশ্বর মোচি সহ অনেকে জানান, নওশাদ প্রায়শই মদ্যপ অবস্থায় বস্তিতে অশান্তি সৃষ্টি করে।
ঘটনার খবর পেয়ে রাতেই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ জানিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।