
শিলিগুড়ি, ১৬ আগস্ট: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে পথবাতির অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনের আলোয় যেখানে সারাদিন ধরে বাতি জ্বলতে দেখা যাচ্ছে, সেখানে সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা বাইপাস। রাত পেরিয়ে গেলেও লাইট বন্ধই থাকে। অথচ ভোর হওয়ার পর আবার জ্বলে উঠছে বাতিগুলি।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে বানেশ্বর মোড় সংলগ্ন ইস্টার্ন বাইপাস দক্ষিণ একটিয়াসাল এলাকায় এমন চিত্র নিয়মিত দেখা যাচ্ছে। বাসিন্দাদের দাবি, বাইপাসে এমনিতেই পর্যাপ্ত পথবাতি নেই। যেগুলি লাগানো আছে, সেগুলিও এখন আর রাতের অন্ধকারে জ্বলছে না। বরং দিনের বেলায় নিরবচ্ছিন্নভাবে জ্বলে থেকে বিদ্যুতের অপচয় করছে।
শুধু দক্ষিণ একটিয়াশাল নয়, বাইপাসের অন্যান্য অংশেও মাঝেমধ্যেই একই সমস্যা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “দিনের বেলায় বাতি জ্বলে থাকছে, আর রাতে অন্ধকারে ডুবে যাচ্ছে গোটা রাস্তা। এর ফলে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনই ছিনতাই ও চুরির মতো অপরাধের আশঙ্কাও থেকে যাচ্ছে।”
বাসিন্দারা আরও জানান, এই বাইপাস জনবহুল এলাকা হওয়ায় পথবাতি অত্যন্ত জরুরি। অথচ তা অকারণে দিনের আলোয় জ্বলতে থাকায় একদিকে বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে রাতের প্রয়োজনীয় সময়ে আলোর অভাবে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে।