শিলিগুড়ি,১৩ অক্টোবর: শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে এক মহিলার সাইড ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অবশেষে গ্রেফতার দুই দুষ্কৃতি। জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওয়ার্ডে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার তদন্তে নেমে পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ দীর্ঘ অনুসন্ধানের পর রানা দাস ও প্রশান্ত মোহন্ত নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতরা শিলিগুড়ির আসিঘর এলাকার বাসিন্দা।
ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।