
শিলিগুড়ি: বুধবার সকালে শিলিগুড়ির ফুলবাড়ি আমাই দীঘি সীমান্ত এলাকায় এক বিরল ঘটনার সাক্ষী রইল স্থানীয় বাসিন্দারা। ভুটানগামী একটি গাড়ির চালকের নজরে আসে একটি কচ্ছপ, যেটি রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছিল। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় এক বাসিন্দাকে ডেকে বিষয়টি জানান।
প্রাণীপ্রেমে উদ্বুদ্ধ সেই ব্যক্তি কচ্ছপটিকে সাবধানে রাস্তা থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং একটি জলভর্তি বালতিতে রেখে খবর দেন এনজেপি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটিকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কচ্ছপটি সুস্থ রয়েছে, কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বনদপ্তরকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে এবং খুব শীঘ্রই কচ্ছপটিকে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশংসার সুর শোনা যায়। তৎপরতা এবং সচেতনতা না থাকলে হয়তো একটি নিরীহ প্রাণীর জীবন বিপন্ন হতে পারত।