ফুলবাড়ীর 2 নং অঞ্চলের হতদরিদ্র পরিবারের কন্যা রেজিনা খাতুন,বয়স মাত্র 24 বছর,বিগত দুইমাস আগে জানতে পারে তার দুটি কিডনিই বিকল,বর্তমানে Dayalesis চলছে,ভবিষ্যতে কিডনি পরিবর্তনের জন্য অনেক অর্থের প্রয়োজন,যা জোগাড় করা এই পরিবারের পক্ষে অসম্ভব।আজ সৃষ্টি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ তাকে ও তার পরিবারের সঙ্গে দেখা করে আমরা কিছু সাহায্য উপহার দিলাম এবং আগামীতে তাদের পাশে থাকার আশ্বাস দিলাম ।আসুন সকলে মিলে এই মুহূর্তে রেজিনার সুস্থতার প্রার্থনা করি I