শিলিগুড়ি, ২৫ অক্টোবর: নাগরাকাটায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় আক্রান্ত হওয়ার প্রায় ১৯ দিন পর হাসপাতাল থেকে ছুটি পেলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু। গত ৬ অক্টোবর পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন তিনি ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আহত অবস্থায় প্রথমে তাদের চালসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।
কয়েক দিনের চিকিৎসার পর আগেই ছুটি পেয়েছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজ অবশেষে ছুটি পেলেন সাংসদ খগেন মুর্মুও।
ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুন মণ্ডল জানান, “সাংসদ খগেন মুর্মুকে দিল্লির এআইএমএস-এ রেফার করা হয়েছে, কারণ তাঁর উন্নত মানের চিকিৎসার প্রয়োজন, যার ব্যবস্থা এখানে নেই। আজ তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। তিনি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে শীঘ্রই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।”
এদিন হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সাংসদ খগেন মুর্মু ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে বলেন, “নাগরাকাটা ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এনআইএ ও সিবিআই তদন্ত প্রয়োজন।”