
শিলিগুড়ি, ২৪ জুলাই: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের বড় সাফল্য। বুধবার রাতে নাকা তল্লাশি চালিয়ে প্রায় ২০ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ১০ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং চালায় প্রধান নগর থানার পুলিশ। শিলিগুড়ির স্টেট গেস্ট হাউস সংলগ্ন মহানন্দা সেতুর কাছে সন্দেহভাজন একটি চার চাকা গাড়ি আটকানো হয়।
তল্লাশি চালিয়ে গাড়ির বোনেটের ভিতর লুকিয়ে রাখা দুটি ১০ কেজির গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। এই ঘটনায় কোচবিহার জেলার বাসিন্দা প্রসেনজিৎ বর্মন এবং সমির রায় নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছিল। শহরে সেই গাঁজার হাতবদলের পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে তারা।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।