
শীঘ্রই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির ঘোষণা হবে, এমন জানালেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার পথে। খুব দ্রুত এর ঘোষণা হবে।’ সেই সঙ্গে হোয়াইট হাউসের তরফে ভারতকে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু বলে মন্তব্য করা হয়েছে।
ক্যারোলিন লিভিট বলেছেন, ‘ভারত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত বন্ধু। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদির খুব ভালো সম্পর্ক রয়েছে এবং তিনি তা অব্যাহত রাখবেন।’ এরপরই তিনি ইঙ্গিত দেন যে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে। লিভিট বলেন, ‘রাষ্ট্রপতি গত সপ্তাহে জানিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি খুব দ্রুত স্বাক্ষর হবে। এটি সত্যি। আমি এই বিষয়ে আমাদের বাণিজ্য সচিবের সঙ্গে কথা বলেছি। চুক্তি সম্পর্কে চূড়ান্ত পর্বের কথা চলছে।’
