
নয়া দিল্লি: বিহারের ভোটে কমিশনের জারি করা বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক জারি। ভোটার তালিকা পরিমার্জন নিয়ে তৃণমূলের অভিযোগের শেষ নেই। রাজ্যে ভোটের যখন আর কয়েক মাস বাকি, তার আগে সুর চড়িয়েছে আরজেডি-ও। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির তোপের পর তোপের মুখে কিছুটা বলেও অন্যপথে চলতে চাইছে কমিশন। দেওয়া হচ্ছে ছাড়। এরইমধ্যে এদিন দিল্লির সদর দফতরে কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বেরিয়ে কল্যাণ বললেন, ওনারা কিছুটা সরে আসছেন। বিবেচনা করবেন বলছেন। কিন্তু কোন কোন বিষয়ে?
শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, “আমরা সর্বদা বলেছি কারও নাম যেন বাদ না যায়। রিভিউ নিয়ে সমস্য়া তৈরি হয়েছে।” প্রসঙ্গত, কমিশনের সংশ্লিষ্ট নির্দেশিকায় যাঁরা ১৯৮৭ সালের পরে জন্মেছেন তাঁদের মা-বাবার জন্ম তারিখ ও জন্মস্থান সংক্রান্ত তথ্য় দেওয়ার শর্ত ছিল। এখন যদিও তা থেকে কমিশন কিছুটা সরে এসেছে। কল্য়াণ বলেছেন, এদিন কমিশনের সঙ্গে বৈঠকে কর্তারা বারবার বলছেন তৃণমূলের দাবি ‘বিবেচনা’ করার কথা বলছেন। কল্যাণ বলছেন, ১৯৮৭ সালে নাম না থাকলে যে হবে না শোনা যাচ্ছিল তা থেকে ওনারা এ থেকে সরে এসেছেন। আমরা বলেছি বেস লেভেল হওয়া উচিত ২০২৪। ওনারা বলছেন বিবেচনা করব।