
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-সারা রাজ্যের পাশাপাশি এদিন দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হলো পথ নিরাপত্তা সপ্তাহ। এদিন বালুরঘাট থানা মোড়ে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক বিল্বমঙ্গল সাহা, বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস, বালুরঘাট ট্রাফিক আইসি অরুণ তামাং সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানে পথ নিরাপত্তা সচেতনতা র্যালিতে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালি শেষে বালুরঘাট থানা মোড়ে পথ নিরাপত্তা বিষয়ক একটি পথ নাটিকা অনুষ্ঠিত হয়।
ডিএসপি ট্রাফিক বিল্ব মঙ্গল সাহা জানান, আজ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো যা আগামী ৮ জুলাই পর্যন্ত চলবে। সপ্তাহ জুড়ে পথ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সচেতনতা প্রচার করা হবে।