
শিলিগুড়ি: সোমবার গভীর রাতে শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল উত্তরপ্রদেশ থেকে আগত এক দুষ্কৃতী গ্যাং। পুলিশের গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াখালির রাস্তায় নাকা তল্লাশি চালায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং। একটি বিলাসবহুল গাড়ি আটক করা হয়, যার ডিকি থেকে উদ্ধার হয় রড, টর্চ, স্ক্রু-ড্রাইভার সহ একাধিক সন্দেহজনক সামগ্রী।
ধৃত পাঁচজনের নাম — অখিলেশ কুমার, অনুজ কুমার, রাঘবেন্দ্র সিং, আকাশ কুমার ও আনসুল কুমার। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সামগ্রীগুলো কোনও বাড়িতে জোর করে প্রবেশের সময় ব্যবহার করা হয়। প্রাথমিকভাবে অনুমান, শহরে কোনও বড় ধরনের অপরাধমূলক কাজের ছক করছিল তারা।
গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে। শহরে সম্প্রতি চুরি, ছিনতাই, ডাকাতির মতো অপরাধ বেড়ে যাওয়ায় আগেভাগেই সতর্কতা অবলম্বন করছে পুলিশ।