
শিলিগুড়ি: শিলিগুড়ির টিকিয়াপাড়া মধুর কলোনি এলাকায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম কামাল দাস।
জানা গেছে, রবিবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার বাহিনী। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।