
শিলিগুড়ি, ১ জুলাই: শিলিগুড়ির হিলকার্ট রোডের এক জুয়েলারি দোকান থেকে প্রায় ২০ কোটি টাকার সোনার গয়না লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। ধৃতদের নাম কমলেশ দেবী, শ্যাম সিং ও সুমিত কুমার। জানা গেছে, এদের মধ্যে একজন মহিলা রয়েছেন।
উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার করা হয়েছে এই তিন অভিযুক্তকে। আলিগড় আদালতে তোলার পর ট্রানজিট রিমান্ডে তাদের শিলিগুড়ি আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২২ জুন হিলকার্ট রোডের ‘বিধানস’ জুয়েলারিতে ডাকাতির ঘটনা ঘটে। সেদিনই দুই দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে। পরে বিহার থেকে আরেকজনকে গ্রেফতার করা হয়।
এই চক্রে এখনও অধরা চারজন দুষ্কৃতী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্তে জোরদার তৎপরতা চালাচ্ছে শিলিগুড়ি থানার আধিকারিকরা। পুলিশের মতে, আন্তঃরাজ্য ডাকাত দলের পরিকল্পনায় ঘটেছিল এই বিশাল লুটপাট।