
আজ ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম দিবস সেই উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে এই দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন এমএসভিপি সৌরদিপ রায়, কলেজ অধ্যক্ষ নির্মল চন্দ্র রায়, রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দে ভৌমিক, আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেন্দ্র বৈদ। প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি এই দিনটিকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গ্রীষ্ম কালে রক্তের সংকট দেখা দেয় বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে আর সেই কারণেই আজকের এই রক্তদান শিবির কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে।