
শিলিগুড়ি শহর যেন ধীরে ধীরে আতর ঘর হয়ে উঠছে চোর থেকে শুরু করে মাদক ব্যবসায়ীদের ! চুরি ছিনতাই হোক কিংবা বেআইনিভাবে মদের ব্যবসা একের পর এক অপরাধমূলক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে শিলিগুড়ি তথা শিলিগুড়ি শহর সংলগ্ন আশেপাশের বেশ কিছু জায়গা থেকে, ঠিক এমনি এক ঘটনায় আবারো পুলিশের হাতে গ্রেফতার এক মদ ব্যবসায়ী ।
নিজের বাড়িতে বসেই দেদার ভাবে চলছিল মদের ব্যবসা । পুলিশের কাছে খবর আসতেই অভিযান চালায় পুলিশ প্রশাসন এবং তাতেই মিলে যায় সাফল্য । পুলিশের অভিযানে বাড়ি থেকেই উদ্ধার দেশি মদ। এবং ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই মদ ব্যবসায়ীকে। শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া থানার অন্তর্গত তারিজোত দেউনিয়া মোড় এলাকার এই ঘটনা। জানা গিয়েছে প্রায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই ভাবেই বাড়িতে অবৈধভাবে মদের ব্যবসা চালাত ওই ব্যক্তি। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুপেন হাজরা। আজ অর্থাৎ মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।
