
কুমারগঞ্জ থানার বেলতারা গ্রামে ১২ বছরের এক মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ওই নাবালিকার বাবা। নাবালিকা তার বন্ধু বান্ধবীদের কাছে বিষয়টি জানিয়েছে বেশ কয়েকদিন আগে। নাবালিকা স্পষ্ট ভাবে কথা বলতে পারে না, আচার-আচরণ ও স্বাভাবিক নয়।
এলাকার আইসিডিএস সেন্টারে এক স্বাস্থ্যকর্মী গিয়ে শিশুদের কাছে ‘গুড টাচ, ব্যাড টাচ’ এবং স্যানিটারি ন্যাপকিন বিষয়ক সচেতনতা আলোচনার সময় বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং গতকাল কুমারগঞ্জ থানায় অভিযোগ জানায়। আর তারপরেই কুমারগঞ্জ থানা ওই নাবালিকার বাবাকে আটক করে, নাবালিকাকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায় ডাক্তারি পরীক্ষার জন্য। তারপর নাবালিকার বাবাকে গ্রেফতার করে এদিন বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।