
নিষিদ্ধ কফ সিরাপ পাচারের আগেই শিলিগুড়ির জংশন এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং। অভিযানে উদ্ধার হয়েছে ৭০ বোতল কফ সিরাপ। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।
সূত্রের খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম শম্ভু ভাণ্ডারি (৫২) — বর্তমানে ভক্তিনগরে বসবাসকারী এবং নেপালের স্থায়ী বাসিন্দা; ও কিশোর সিং (৪৬) — বর্তমানে ভক্তিনগরে বসবাসকারী এবং উত্তরাখণ্ডের স্থায়ী বাসিন্দা।
গোপন সূত্রের ভিত্তিতে প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম ইউনিট শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ধৃতদের আটক করে এবং তাদের কাছ থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে।