
বিজেপির রাজ্য সভাপতি বদলের ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি কে লেখা একটি চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা নিয়ে দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী চিঠিটি কে ফেক বলে জানিয়ে পাল্টা ফেসবুকে পোস্ট করেছেন।
তিনি জানান, সুকান্ত মজুমদারকে দুর্নাম করতে এবং দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপিকে দুর্নাম করতে এই ফেক চিঠি স্যোশাল মিডিয়ায় দেওয়া হয়েছে।
চিঠিতে দেখা গিয়েছে জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর প্যাড, মেইল এড্রেস স্বরূপ চৌধুরীর রয়েছে। অথচ, সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে বহুদিন আগের সভাপতি বিনয় বর্মনের। স্বরূপ চৌধুরী জানান, প্যাড এবং স্বাক্ষর দুটোই জাল করা হয়েছে। সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে দুর্নাম করতেই ফেক চিঠি সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে।