
মালদা: সীমান্তের তারকাঁটা বিহীন এলাকা দিয়ে মহিষ পাচার রুখতে গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। আর বিএসএফ-এর ছোঁড়া সেই গুলিতেই মৃত্যু হল এক বাংলাদেশি মহিষ পাচারকারীর। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আগ্রা বিওপি এলাকায়।
বিএসএফ সূত্রে খবর, এদিন ভোরের দিকে সীমান্তের তারকাঁটা বিহীন এলাকা দিয়ে একদল বাংলাদেশি পশু পাচারকারী মহিষ পাচারের চেষ্টা করছিল। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের বাধা দিতে যান। ওই সময় পাচারকারীরা বিএসএফ-এর উপর হামলা চালায় বলে খবর। ফলে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। এবং বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি পশু পাচারকারীর মৃত্যু হয় বলে খবর। এরপর বিএসএফ-এর পক্ষ থেকে মৃতদেহটি নিয়েতুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশের পক্ষ থেকে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয় বলে জানা গেছে। এই ঘটনায় বিএসএফ ঘটনাস্থল থেকে দুটি মহিষ উদ্ধার করেছে বলে খবর।