
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে মহিলাদের সাথে মদ্যপানের ভাইরাল ভিডিও পোস্ট নিয়ে বিতর্ক। ২০২২ সালের পুরনো একটি ভিডিও পুনরায় নতুন করে পোস্ট করা হয়েছে। ওই ভিডিওতে সুরজ সাহা নামে সেসময়ের টিএমসিপি বালুরঘাট কলেজ কনভেনার কে দেখা গিয়েছে।
কসবা ল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেতার দ্বারা কলেজ ছাত্রীর ধর্ষণের ঘটনার পর, পুরনো ওই ভিডিও নতুন করে বিজেপির বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে। ভাইরাল পোস্টে বলা হয়েছে, সুরজ সাহা নামে সেসময়ের টিএমসিপি বালুরঘাট কলেজ কনভেনার কলেজে মদের আসরে উপস্থিত রয়েছে।
যদিও, টিএমসিপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিডিওটি ইউনিয়ন রুমের নয়। পাশাপাশি, ভিডিওতে সুরজ সাহা কে একই ফ্রেমে দেখা যায়নি। তার ভিডিও এডিট করে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে তারা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হবে বলেও জানা গিয়েছে।