
উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার গোয়াবাড়ি চেইনপুর এলাকায় দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয় আনোয়ারুল হক নামে এক ব্যক্তির। পিটিয়ে খুনের অভিযোগ ওঠে লাল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত লাল মিয়া, তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে পলাতক ছিল। দীর্ঘ অনুসন্ধানের পর শেষমেশ গুজরাটের সুরাট থেকে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রবিবার রাতে গোয়ালপোখর থানায় নিয়ে আসে পুলিশ।
জানা গেছে, গত ১৮ জুন বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দিল মহম্মদ ও লাল মিয়ার পরিবারের মধ্যে বিবাদ বাধে। অভিযোগ, লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে দিল মহম্মদের পরিবারের উপর হামলা চালায়। এই সংঘর্ষে দিল মহম্মদের ছেলে আনোয়ারুল হককে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, ২৬ জুন আনোয়ারুলের মৃত্যু হয়।
আনোয়ারুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা ও নিহতের পরিবার ক্ষোভে ফেটে পড়ে। ঘটনার তদন্তে প্রথমে একজনকে গ্রেফতার করেছিল পুলিশ, তবে মূল অভিযুক্ত লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল।
অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের সুরাট থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এই নিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গোয়ালপোখর থানার পুলিশ ঘটনার তদন্তে আরও তৎপর হয়েছে।