
শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডে এক তরুণীর রহস্যজনক আত্মহত্যায় আজ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম জয়া বর্ধন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।
জানা গিয়েছে, গত শনিবারেই জয়া রেসিডেনসিয়াল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন। ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো জয়া মনোনিবেশ করেছিলেন সরকারি চাকরির প্রস্তুতিতে। তাঁর মা একজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মরত। একাই অনেক কষ্টে মেয়েকে বড় করেছেন তিনি। বাবার সঙ্গে জয়ার সম্পর্ক ছিল না বললেই চলে, যদিও বাবা একই ওয়ার্ডেই থাকেন।
জয়া ছোট থেকেই দাদুর বাড়িতে মানুষ হয়েছেন। সংসারে আর্থিক অনটন থাকলেও, তাঁর দাদা সম্প্রতি পুলিশের চাকরি পাওয়ায় সেই অভাব অনেকটাই দূর হয়েছে বলে জানিয়েছে পরিবার।
তবুও, কী কারণে এই মেধাবী ও লক্ষ্যনিষ্ঠ তরুণী আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট থানার আধিকারিকরা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।