
শিলিগুড়ি, ৮ জুলাই — শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাঘাযতীন কলোনিতে আজ এক আবেগঘন অনুষ্ঠানে উন্মোচন করা হলো বাঘাযতীনের একটি মূর্তি, যা নির্মিত হয়েছিল প্রয়াত ভাস্কর জয়ন্ত পালের হাতে। এই মূর্তি শুধুমাত্র এক বিপ্লবীর প্রতি শ্রদ্ধা নয়, বরং এক শিল্পীর অসমাপ্ত স্বপ্নপূরণের নিদর্শনও বটে।
ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম মুখ ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ‘বাঘা যতীন’ নামেই সর্বাধিক পরিচিত। যুগান্তর দলের প্রধান নেতা হিসেবে তিনি ছিলেন এক অদম্য সংগ্রামী। তাঁর স্মৃতিকে অমর করে রাখতে বহুদিন আগে জয়ন্ত পাল এই মূর্তিটি নির্মাণ করেছিলেন। তবে আজ সেই মূর্তি পেল পূর্ণতা ও জনসমক্ষে প্রতিষ্ঠার স্বীকৃতি।
এই মূর্তির প্রতিষ্ঠা ছিল প্রয়াত শিল্পীর মায়ের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত হয় এ দিনের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শহরের জনপ্রতিনিধিগণ এবং জয়ন্ত পালের মা।
এক আবেগঘন ভাষণে মেয়র গৌতম দেব বলেন,
“আজকের এই মুহূর্তটি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জয়ন্ত পাল ছিলেন অত্যন্ত মেধাবী ও গুণী ভাস্কর। দুর্ভাগ্যজনকভাবে এক পথ দুর্ঘটনায় তাঁর অকালপ্রয়াণ ঘটে। যদি তিনি আজ আমাদের মাঝে থাকতেন, নিঃসন্দেহে তাঁর কৃতিত্ব দেশজুড়ে ছড়িয়ে পড়ত।”