
রাজ্য বিজেপিতে নেতৃত্ব বদলের পর প্রথমবার মুখোমুখি হতে চলেছেন দিলীপ ঘোষ এবং নবনির্বাচিত সভাপতি শমীক ভট্টাচার্য। মঙ্গলবার বিকাল ৪টেয় সল্টলেকের দফতরে এই বৈঠক হওয়ার কথা। রাজনৈতিক মহলের মতে, এটা নিছক সৌজন্য সাক্ষাৎ নয় — বরং পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে দূরত্ব মেটানোর প্রয়াস।
সূত্রের খবর, রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার সময় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি। সেখান থেকেই দু’জনের মধ্যে দূরত্ব স্পষ্ট হয়। যদিও দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, “শমীক বাবু সভাপতি হওয়ার সময় আমি বাইরে ছিলাম। দেখা করতে পারিনি, তাই আজ যাচ্ছি।”
বিজেপির বর্তমান রাজনীতি ঘিরে যখন “আদি বনাম নব্য” তত্ত্ব সামনে আসছে, তখন শমীক প্রথম থেকেই জোর দিচ্ছেন মিলনের সুরে। শপথের পর তিনি বলেন, “যাঁরা সংগঠন গড়ার শুরুতে ছিলেন, তাঁদের সম্মান জানাতে হবে।” সেই আবহেই দিলীপ ঘোষ মঙ্গলবার বলেন, “বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আদি-নব্যদের নিয়েই চলতে হবে। সংসার বড় হলে সমস্যা হয়, সেটা মাথায় রেখেই চলতে হবে।”
২১ জুলাইয়ের মঞ্চে নিজের উপস্থিতি নিয়ে জল্পনার উত্তরে দিলীপ বলেন, “অনেক ২১ জুলাই গেছে, যাবে। আমাদের এসব নিয়ে ভাবনা নেই। যারা অভ্যস্ত, তারা ভাবনায় আছে।”
দুই আরএসএসপন্থী নেতার এই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে। অনেকে মনে করছেন, রাজ্য বিজেপির ভবিষ্যৎ অভিমুখ নির্ধারণে এই আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।