
আজ, ৯ই জুলাই, শ্রমিক শ্রেণীর একাধিক দাবিকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ডাকা হয়েছে ২৪ ঘণ্টার বনধ। সেই ডাকে শিলিগুড়িতেও দেখা গেল স্পষ্ট প্রভাব।
বনধকে কেন্দ্র করে শহরের প্রাণকেন্দ্র হিলকার্ট রোডে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। একদিকে বনধ সমর্থনে রাজপথে নামেন সিটু (CITU)-র সদস্যরা, অন্যদিকে বনধের বিরোধিতায় পথে নামেন আইএনটিটিইউসি (INTTUC)-র সদস্যরা। দু’পক্ষের মিছিল যখন একসময়ে মুখোমুখি হয়, তখন উত্তেজনার পারদ চড়ে।
বিশেষ করে অনিল বিশ্বাস ভবনের সামনে পরিস্থিতি আরও ঘোরালো রূপ নেয়। সিটুর কর্মীরা INTTUC-এর মিছিল লক্ষ্য করে “চোর চোর” স্লোগানে প্রতিবাদ জানান। প্রশাসনের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও কিছু সময়ের জন্য হিলকার্ট রোড কার্যত থমকে যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ ও পথচলতি মানুষজন চরম ভোগান্তির মুখে পড়েন। বনধকে ঘিরে শ্রমিক সংগঠনগুলির এমন প্রকাশ্য সংঘর্ষ নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা জল্পনা।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।