
আজকের দেশব্যাপী ধর্মঘটের প্রভাব পড়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরেও। ধর্মঘটকে সফল করতে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে মিছিল বের করা হয়।
মিছিল চলাকালীন একাধিক এলাকায় দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। পরিস্থিতি চরমে ওঠে যখন পুলিশ ওই অবরোধ সরাতে গেলে বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আইন-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়।
বিক্ষোভকারীদের দাবি, সরকার জনবিরোধী নীতির বিরুদ্ধে এই আন্দোলন। প্রশাসনের হস্তক্ষেপে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে বলে অভিযোগ ওঠে।
ইসলামপুরে ধর্মঘট ঘিরে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতোর।