
সারা ভারত ধর্মঘটের ডাককে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটেও দেখা গেল বনধের প্রভাব। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন ফেডারেশনের আহ্বানে আজ সকালেই বামফ্রন্টের পক্ষ থেকে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ডে পিকেটিং শুরু হয়। রাস্তায় নেমে স্লোগান ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা।
তবে বেশিক্ষণ চলতে পারেনি এই কর্মসূচি। বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাম সমর্থকদের পিকেটিং থেকে সরিয়ে দেয়। এরপর ধীরে ধীরে সরকারি বাস চলাচল স্বাভাবিক হয়। যদিও বেসরকারি বাস পরিষেবা এদিন কার্যত বন্ধ ছিল।
বনধ ঘিরে উত্তেজনার মাঝে পুলিশ এক বনধ সমর্থনকারীকে গ্রেপ্তার করেছে বলেও জানা গেছে। তবে, গোটা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।