
রাজনৈতিক উত্তেজনার মাঝে আচমকাই এমন এক ঘটনা যা যেন গোটা পরিস্থিতিকে আরও ঘনীভূত করে তুলল — মিছিল চলাকালীন এক পুলিশ কর্মীর টুপি খুলে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে বেধে যায় হইচই! বনধ সমর্থনের মিছিলের মাঝে এই ঘটনা ঘটতেই পুলিশের পক্ষ থেকে শুরু হয় প্রতিক্রিয়া, আর সঙ্গে সঙ্গেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময়ই এক কর্মীর মাথা থেকে টুপি খুলে নেন এক আন্দোলনকারী। মুহূর্তে তা ঘিরে শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা, এমনকি কয়েক মুহূর্তের জন্য পুলিশের ধৈর্যচ্যুতি ও কড়া হস্তক্ষেপ।
ঘটনার জেরে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগ’-এর বিরুদ্ধে, আবার পুলিশের পক্ষ থেকে অভিযোগ, তাঁদের কর্তব্যপালনে বাধা দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে।