
সকালবেলা ব্যস্ত রাস্তায় যখন স্বাভাবিক গতিতেই ছুটছিল একের পর এক গাড়ি, তখনই আচমকা ঘটল বিভীষিকাময় ঘটনা — গুজরাটের ভদোদরা ও আনন্দ জেলার সংযোগকারী গম্ভীরা সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মহিসাগর নদীর বুকে।
এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিনজনকে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার সময় সেতুর উপর দিয়ে যাচ্ছিল একাধিক গাড়ি — দুটি ট্রাক, বেশ কিছু প্রাইভেট কার ও বাইক। স্ল্যাব ভেঙে পড়তেই সবকিছু নদীতে তলিয়ে যায় মুহূর্তে।
কেন ভাঙল সেতু?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গম্ভীরা সেতুটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। যদিও গত বছর এর কিছু অংশ সংস্কার করা হয়েছিল, তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রক্ষণাবেক্ষণের গাফিলতি এবং নির্মাণের ত্রুটির কারণেই ঘটেছে এই বিপর্যয়।
উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ। স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন উদ্ধারকাজে। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।