
বাড়ির খাবার নয়, বাইরের খাওয়ায় ভরসা? এবার সাবধান!
সংবাদ বিশ্লেষণ:
আধুনিকতার ছোঁয়ায় বদলে যাচ্ছে আমাদের জীবনযাপন। ব্যস্ত জীবনে সময় বাঁচাতে আমরা প্রায়ই ভরসা করছি প্যাকেটজাত খাবারের উপর। চকচকে মোড়কে মুড়ে থাকা এই খাবারগুলো দীর্ঘদিন ধরে স্টকে থাকলেও, আমরা খুব কমই লক্ষ্য করি—সেই প্যাকেটের পিছনে লেখা এক্সপায়ারি ডেট!
এই উদাসীনতার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী ও ডিস্ট্রিবিউটর। সম্প্রতি শিলিগুড়ির মধ্য চয়ন পাড়ার রমণী সাহা মোড় এলাকায় এক দোকান থেকে উদ্ধার হয়েছে নামি ব্র্যান্ডের একাধিক মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার। দোকানি বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেই কোম্পানির ডিস্ট্রিবিউটারকে সতর্ক করেন ও ঘটনার তথ্য সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন।
আরও ভয়ানক বিষয় হল, এইসব এক্সপায়ারি খাবার অনেক সময় ছোট্ট শিশুদেরও দেওয়া হচ্ছে—কখনও ভালোবেসে, কখনও বা কান্না থামাতে!
তাই সাবধান হোন!
কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে অবশ্যই দেখে নিন মেয়াদোত্তীর্ণ তারিখ। কারণ একবার খাবার মুখে যাওয়ার পর আর কিছুই করার থাকে না।