
এবার শুভেন্দুকে আইনি নোটিশ পাঠালেন দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্কর। তার অভিযোগ, কয়েকদিন আগে রাজ্যের বিরোধী দলনেতা পঞ্চাশ জনের ছবি দেখিয়ে অভিযোগ তোলেন রাজ্যের বিভিন্ন কলেজে ভাইপোর লবির লোকেরা চাকরি করছে। আর এই ছবিতেই দেখা যায় দার্জিলিং জেলা তৃনমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সৌরভ ভাস্করের নাম।তিনি নাকি শিলিগুড়ি কমার্স কলেজের ক্যাজুয়াল কর্মী হিসাবে কাজ করে যাচ্ছেন।শুভেন্দুর তোলা অভিযোগ খন্ডন করে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান, শুভেন্দু বাবুর এই বক্তব্যে তার মানহানি হয়েছে। তাই তাকে আজ আইনী নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাতদিনের মধ্যে যদি শুভেন্দুবাবু নিশর্ত ক্ষমা না চান তাহলে তিনি আইনের দ্বারস্থ হবেন।