
আদালতে তোলা ধৃতদের, পুলিশের দাবি ৭ দিনের রিমান্ড প্রয়োজন
সংবাদ বিশ্লেষণ:
মালদহ জেলায় ফের রাজনৈতিক উত্তেজনা! ইংরেজবাজার থানার কাজিগ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুরের তৃণমূল নেতা আবু কালাম আজাদ খুনের ঘটনায় বড়সড় সাফল্য পুলিশের। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য মাইনুল শেখ সহ চারজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
গ্রেফতার হওয়া অন্যান্য অভিযুক্তরা হলেন:
- সাইদুল শেখ
- ইমারত শেখ
- শহীদ শেখ
এই চারজনের বিরুদ্ধে Sec 329(4)/118(2)/109/103(1)/3(5)/bns ধারায় মামলা রুজু করা হয়েছে।
আজ মালদার আদালতে ধৃতদের পেশ করে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ, যাতে খুনের নেপথ্য ও চক্রের বাকি সদস্যদের সন্ধান পাওয়া যায়।
এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।