
লক্ষ্য ২৫০ ইউনিট, রক্ত সংকট মোকাবিলায় নজরকাড়া উদ্যোগ
প্রতি বছরের মতো এবছরও রক্তের সংকট মেটাতে উদ্যোগ নিল শিলিগুড়ি হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি। শনিবার সমিতির কার্যালয়ে আয়োজিত হল এক বৃহত্তর রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, যেখানে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গত বছর ২০৩ ইউনিট রক্ত সংগ্রহ করে একটি বেসরকারি হাসপাতালের হাতে তুলে দিয়েছিল সমিতি। এবছর লক্ষ্য আরও বড়—২৫০ ইউনিট রক্ত সংগ্রহ।
ব্যবসায়ী সমিতির এক সদস্য জানান, “গ্রীষ্মকালীন সময়েই রক্তের ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায়, সেই ঘাটতি মেটাতেই প্রতিবছর এই সময় রক্তদান শিবিরের আয়োজন করি। মানুষকে সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য।”
এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে যথেষ্ট উচ্ছ্বাস দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের প্রবণতা বাড়াতে বড় ভূমিকা নিতে পারে।