
আমতলায় হবে স্থাপন, পুজোয় মিলল নেতৃত্বের একতা ও উৎসবের আবহ
সংবাদ বিশ্লেষণ:
কয়েকদিন ধরে চলতে থাকা টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে স্থির হল মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তির স্থান।
গত শনিবার মুখ্যমন্ত্রী নিজে ফোন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে, নির্দেশ দেন যে কোচবিহার সাগরদিঘী সংলগ্ন এনবিডিডি অফিসের সামনে, আমতলা এলাকাতেই হবে মূর্তির স্থাপন।
এবং সেই অনুযায়ী আজ, সোমবার সকাল ১১টা নাগাদ অনুষ্ঠিত হল ভূমিপূজা। পুজোর পর দেখা গেল এক অন্য চিত্র—নেতৃত্বদের মুখে মিষ্টির হাসি ও হাতে মিষ্টিমুখ।
পূজায় উপস্থিত ছিলেন:
- কোচবিহার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ
- উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়
- কোচবিহার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক
- পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ
এই ভূমিপূজার মাধ্যমে একদিকে যেমন মূর্তি স্থাপনের পথ সুগম হল, তেমনই কোচবিহারের রাজনৈতিক মহলেও একতা ও ঐক্যের বার্তা দিল আজকের এই আয়োজন।