
নারায়ণী রেজিমেন্ট, এনআরসি নোটিশ, ও উন্নয়ন দাবিতে সরব কামতাপুরী ছাত্র সংগঠন
সংবাদ বিশ্লেষণ:
কোচবিহারে উত্তপ্ত রাজনৈতিক আবহ। সোমবার দুপুরে কাচারি মোড় সংলগ্ন কোচবিহার জিএসটি দপ্তরের সামনে বিক্ষোভে ফেটে পড়ল অলকামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন (আকসু)।
বিক্ষোভের মূল কারণ—
- কেন্দ্রের দেওয়া কামতাপুরী উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ না হওয়া
- নারায়ণী রেজিমেন্ট গঠনের অগ্রগতি না থাকা
- রাজবংশী নেতা উত্তম কুমার ব্রজবাসীকে NRC-র নোটিশ পাঠিয়ে মানসিক হেনস্তা
বিক্ষোভকারীদের বক্তব্য, বিজেপি বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কামতাপুরী জনগোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে। “উন্নয়ন শুধু কথায়, বাস্তবে কিছুই হচ্ছে না”— এমনই অভিযোগ তাদের।
জিএসটি দপ্তরের সামনে এই বিক্ষোভ ঘিরে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়ায়, তবে পরিস্থিতি পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।