
রাতে মহিলার ঘরে ধরা পড়তেই , পরিণতি বিয়ে, থানায় পৌঁছল ‘নতুন দম্পতি’
সংবাদ বিশ্লেষণ:
চলছিল গোপন সম্পর্ক, শেষমেশ হলদিবাড়ির খালপাড়ায় হাতেনাতে ধরা পড়লেন এক বিবাহিত পুরুষ ও এক বিবাহিতা নারী।
ঘটনা রবিবার রাতে, যখন উত্তরপাড়ার বাসিন্দা চন্দন সিংহ ও খালপাড়ার পিয়ালী সরকারকে একই ঘরে দেখে ফেলেন প্রতিবেশীরা। উত্তেজিত এলাকাবাসী প্রথমে দু’জনকে মারধর করেন, এরপর স্থানীয় মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দু’জনের মধ্যে। উভয়েরই পরিবার ও সন্তান রয়েছে। পিয়ালী সরকার স্বামীর সংসার ছেড়ে বাপের বাড়িতেই থাকতেন বলে খবর।
ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় গ্রামীণ সমাজে নৈতিকতার বিতর্ক, সামাজিক চাপ ও আইনের ভূমিকা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।