
শিলিগুড়ি, ১৫ জুলাইঃ এসজেডিএ (সিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি)-র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এদিন প্রথম শিলিগুড়ি মহকুমা পরিষদের পরিদর্শনে এলেন দিলীপ দুগ্গার। সফরের শুরুতেই তিনি শহরের একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশদে আলোচনা করেন।
বিশেষ করে,
- বেড়ে চলা ট্র্যাফিক জট
- পতিরাম জোত থেকে মাটিগাড়া বাজার পর্যন্ত রাস্তা উন্নয়ন
- বিধাননগরের প্রস্তাবিত আনারস হাব
- এবং উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র করে একটি সমন্বিত ট্যুরিস্ট হাব তৈরির পরিকল্পনা—এই কয়েকটি বিষয়ে তিনি জোর দেন।
এসব প্রকল্প বাস্তবায়নে কার্যকর পরিকল্পনা এবং বিভাগীয় সমন্বয়ের উপর গুরুত্ব দেন চেয়ারম্যান। প্রশাসনিক স্তরে একাধিক দপ্তরের সহযোগিতার প্রয়োজনীয়তাও তিনি তুলে ধরেন।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন—
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, এসজেডিএ-র সিইও অর্চনা ওয়াংখেড়ে সহ প্রশাসনের একাধিক পদস্থ কর্তা।
দিলীপ দুগ্গার জানান,
“শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের সার্বিক উন্নয়নে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় অভিজ্ঞতা ও মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
এই বৈঠককে কেন্দ্র করে শহরবাসীর মনে নতুন আশা জেগেছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বে শহরের ট্র্যাফিক সমস্যা এবং পরিকাঠামোগত দুর্বলতার দ্রুত সমাধান হবে। পর্যটনের ক্ষেত্রেও এক নতুন দিশা তৈরি হতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।