
শিলিগুড়ি: উড়িষ্যার বালাসর এফ.এম. কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। মঙ্গলবার শিলিগুড়ির ভেনাস মোড়ে এবিভিপির পক্ষ থেকে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, ওই ছাত্রী কলেজের বিভাগীয় প্রধানের লাগাতার মানসিক নির্যাতনের শিকার ছিলেন। পরিবারের অভিযোগ, অভিযুক্ত অধ্যাপক ব্যক্তিগত আক্রোশ থেকে ছাত্রীটির উপর চাপ সৃষ্টি করতেন, যা শেষ পর্যন্ত আত্মহত্যার কারণ হয়ে দাঁড়ায়।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পুরনো ঘটনার পুনরুজ্জীবন
প্রতিবাদী ছাত্রছাত্রীদের দাবি, এধরনের ঘটনা একবারে নতুন নয়। তাঁরা উল্লেখ করেন, দুই বছর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধেও অনুরূপ অভিযোগ উঠেছিল। কুচবিহারের তুফানগঞ্জ এলাকার এক মহিলার তরফে বিভাগীয় প্রধান সিদ্ধান্ত শঙ্কর লাহা-র বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানানো হয় এবিভিপির তরফে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সুরক্ষা ও তদন্তের দাবি
এই বিক্ষোভ কর্মসূচিতে এবিভিপি সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলেন।
তাঁদের দাবি:
- শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- অধ্যাপক-ছাত্রী সম্পর্কের মধ্যে পেশাদার আচরণ বজায় রাখতে হবে
- যেকোনও অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করতে হবে
স্লোগান, পোস্টার এবং ব্যানারে তাঁরা এই দাবিগুলি তুলে ধরেন। এবিভিপি নেতৃবৃন্দ জানান, এই ঘটনা শুধু উড়িষ্যা নয়, সারা দেশের ছাত্রছাত্রীদের জন্য এক ভয়ংকর সতর্কবার্তা।