
কোচবিহার, ১৬ জুলাই: রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের দিনহাটার নয়ারহাট এলাকার খারিজা বানিয়াদহ পূর্ব গ্রামে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এক বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যেসব বাড়িতে বোমাবাজি হয়েছে, তার মধ্যে একটি বাড়ি ভিনরাজ্যে ঠিকাদারি করা মুস্তাফিজুর মিয়া-র, অপরটি তাঁর কাকা ইদ্রিস আলী মিয়া-র বাড়ি।
ঘটনার বিস্তারিত বিবরণে, মুস্তাফিজুরের বাবা বাবলু মিয়া জানান,
“আমার ছেলে বাইরে কাজ করে, বাড়িটি আমি দেখাশোনা করি। রাতে বারোটা পর্যন্ত আলো জ্বালিয়ে ছিলাম, তারপর পাশের পুরনো বাড়িতে চলে যাই। কিছুক্ষণ পরেই বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। প্রথমে কাকার বাড়িতে একটি বোমা ছোঁড়া হয়, তবে তা ফাটেনি। পরে ছেলের বাড়িতে ছোঁড়া বোমার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ঘটনার খবর পেয়ে নয়ারহাট পুলিশ ফাঁড়ির একটি দল বুধবার সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে গেছে।
বাবলু মিয়ার দাবি,
“আমরা কোনও রাজনৈতিক দলে সক্রিয় নই, এবং কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এই কাজ করল, তা আমাদের বোধগম্য নয়।”
পুলিশ সূত্রে খবর, কে বা কারা এই বোমাবাজির ঘটনার সঙ্গে জড়িত এবং এর পেছনে কোনও স্থানীয় শত্রুতা না রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুরো এলাকায় ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার দাবি জানিয়েছেন।