
শিলিগুড়ি, ১৬ জুলাই: তিনদিনের উত্তরবঙ্গ সফরে এসে একাধিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সফরের শুরুতে তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন এবং সেখান থেকে শিলিগুড়িতে বিভিন্ন দলীয় কর্মসূচিতে যোগ দেন।
শিলিগুড়ির কর্মসূচি শেষে তিনি কোচবিহারে যান, যেখানে জেলার একাধিক কর্মসূচি সেরে তিনি আবার ফিরে আসেন শিলিগুড়িতে।
আজ সকালে শিলিগুড়িতে পুরনো বিজেপি নেতা মাখন লাল সরকারের বাড়িতে যান শমীক ভট্টাচার্য। সেখানেই দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনা চলে বলে সূত্রের খবর।
এরপর তিনি যান তুফানি সংঘ, শিলিগুড়ির একটি ক্রীড়া সংগঠন, যেখানে তিনি উপস্থিতদের সঙ্গে টেবিল টেনিস খেলেন।
এবিষয়ে স্থানীয় নেতারা জানান, “এটি নিছকই রাজনৈতিক সফর নয়, শমীকদা সবসময় কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে পছন্দ করেন। তাই এই ধরনের ঘরোয়া উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।”
তিন দিনের সফরে তিনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সফর করে সংগঠন চাঙ্গা করার বার্তা দিচ্ছেন বলেও সূত্রের খবর।